শিবরাত্রির জল ঢালতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের

0
643

শিবরাত্রির জল ঢালতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের, ঘটনায় চাঞ্চল্য বংশীহারী থানার বকুলতলা নদী ঘাট এলাকায়। শোকের ছায়া পরিবারসহ এলাকা জুড়ে।

পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই নাবালকের নাম টিংকু সরকার, (১৫ বছর),বাড়ি বংশীহারী থানার মির্জাতপুর এলাকায়। এদিন সকালে পাড়ার বন্ধু-বান্ধবদের সাথে বাড়ি থেকে বেরিয়ে শিবরাত্রির জল ঢালতে গিয়ে বংশীহারী টাঙ্গন নদীতে বকুলতলায় ঘটের জল নিতে নদীতে স্নান করতে নামে, এরপরে সকলে উঠে আসলেও টিংকু সরকারের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরে হইচই পড়ে যায় এলাকায় সকলে মিলে খোঁজাখুঁজি করতেই ভেসে ওঠে টিংকু সরকারের দেহ। এরপরই সেখান থেকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও বকুলতলা শিব পুজো কমিটির যৌথ উদ্যোগে টিংকু সরকারকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের আত্মীয়-স্বজনেরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে মৃত টিংকু সরকারের মামা প্রফুল্ল সরকার জানিয়েছেন, আজকের সকালে পাড়ার বন্ধু বান্ধবদের সাথে বংশীহারী ব্রিজের নিচে বকুলতলায় আসে শিবের জল ঢালতে।এর পর নদী থেকে জল নেওয়ার জন্য নদীতে স্নান করতে নামে। সবাই উঠে আসলেও আমার ভাগ্নে নদী থেকে উঠে আসতে পারেনি। স্থানীয় বাসিন্দারা ও পুজো কমিটির সদস্যরা সকলে মিলে খোঁজাখুঁজি করার বেশ কিছুক্ষণ পরে হঠাৎ ভেসে ওঠে দেহ, থেকে রশিদপুর হাসপাতালে নিয়ে আসি আমরা। ডাক্তারবাবু দেখার পর বলেছেন আমার ভাগ্নে মারা গেছে।কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here