রোজ দেড়শো পথ কুকুরকে খাইয়ে বালুরঘাটের মাসিহা এখন তানিয়া পঞ্চানন। আন্তর্জাতিক নারী দিবসে তাকে সম্মান জানিয়েই স্টার সংবাদের আজ বিশেষ প্রতিবেদন

0
179

রোজ দেড়শো পথ কুকুরকে খাইয়ে বালুরঘাটের মাসিহা এখন তানিয়া পঞ্চানন। আন্তর্জাতিক নারী দিবসে তাকে সম্মান জানিয়েই স্টার সংবাদের আজ বিশেষ প্রতিবেদন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ মার্চ ———- শহর ঘুরে রোজ দেড়শো পথ কুকুরকে খাইয়ে বালুরঘাটের মাসিহা এখন তানিয়া পঞ্চানন। কোন চাওয়া-পাওয়া থেকে নয়, শুধুমাত্র নেশা ও পথ কুকুরদের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘ ছবছর ধরে কার্যত ঝড়,বৃষ্টি কে মাথায় নিয়ে সমাজের জন্য কাজ করে আসছেন বালুরঘাট শহরের সাহেবকাছারি এলাকার বাসিন্দা বছর পচিশের তানিয়া পঞ্চানন। বাবা তেজস কান্তি পঞ্চানন কে দুবছর আগেই হারিয়েছেন তানিয়া। ভাই জয়দ্বীপ পঞ্চানন কাজের সুত্রে বাইরে থাকলেও মা রুপা পঞ্চানন রুপচর্চার কাজ করেই মেয়ে তানিয়াকে নিয়ে অতিকষ্টে দিনযাপন করেন। সাংসারিক সেই প্রতিকূলতাকে জয় করে শহরের মানুষের কাছে আজ পথ কুকুরদের মাসিহা হিসাবে পরিচিত হয়েছেন তানিয়া।

২৫ এর ছেলেমেয়েরা যখন আমোদ ফুর্তিতে ব্যস্ত তখন তানিয়া নিজে কম্পিউটারের মাস্টার ডিগ্রি শেষ করে হোমিওপ্যাথি নিয়ে পড়াশুনা করবার পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন সামাজিক কাজকর্মে। তবে এক্ষেত্রে কোন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে নয়, লোকের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য নিয়েই ১৫০ এরও বেশি পথ কুকুরদের একাকি সামলান তানিয়া। যা দেখে রোজই অবাক হন এই শহরের বাসিন্দারা। তবে তানিয়ার যুক্তি মানুষের পাশে দাড়াবার প্রচুর লোককে পাওয়া যায়। কিন্তু যারা কথা বলতে পারে না এমন অবলা প্রানীদের কথা, তাদের দু:খ কষ্ট তিনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন। আর তাই একাজে নেমেছেন তিনি। তবে কোথাও কোন পুরস্কৃত হয়ে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, নিজের ইচ্ছাতেই একাজ করে যেতে চান আজীবন। আর সেই ভাবনা নিয়েই দীর্ঘ ছবছর ধরে রোজ তার নিজের হাতে রান্না করা খাবার দেড়শোরও বেশি পথ কুকুরকে খাওয়াতে সক্ষম হন।

তানিয়া পঞ্চানন বলেন, কিছু মানুষের সাহায্য নিয়ে রোজ মাছ, মাংস দিয়ে রান্না করা খাবার পথ কুকুরদের খাওয়ান তিনি। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে একাজ চালিয়ে যান তিনি। যেসব এলাকায় কুকুরগুলো খাবার পায়না বিশেষ করে অফিস আদালত এই চত্বরগুলোতেই তিনি ঘুরে ঘুরে কুকুরদের খাওয়ার দেন। তবে কিছু সমস্যা হলে প্রশাসন সর্বত্রভাবে তাকে সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here