পথ কুকুরদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার পথ খুলে দিয়েছেন বালুরঘাটের মাহি ফৌজদার

0
146

নারী মানেই সৃষ্টি, নারী মানেই শক্তি । আজ বিশ্ব নারী দিবস । বিশ্বজুড়ে নারীর অধিকার প্রতিষ্ঠায় পালিত হচ্ছে নারী দিবস । নিজের অধিকার অর্জনের পাশাপাশি এমন অনেকেই আছেন যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় আহত পথ পশুদের সাহাযার্থে । দেখুন আজকের বিশেষ প্রতিবেদন।

বিপদ্গ্রস্থ পথ পশুর চিকিৎসা সহ যাবতীয় সহায়তা প্রদান তাঁদের নিত্যদিনের কাজ । তেমনি পথ কুকুরদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার পথ খুলে দিয়েছেন বালুরঘাটের মাহি ফৌজদার । ছোটবেলা থেকেই বাড়ির পোষ্যের সেবায় নিজেকে যুক্ত করেছে মাহি । বর্তমানে বিটেক পাশ বালুরঘাটের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকার বাসিন্দা মাহি ফৌজদার শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা নির্বাক আরণ্যকের সাথে যুক্ত । এই সংগঠনের মাধ্যমেই বালুরঘাট সহ আশেপাশের বিভিন্ন এলাকায় আহত পথ পশুদের সেবায় ছুটে যান তিনি । হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করেন তিনি । ওষুধপত্র কিনে দেওয়ার পাশাপাশি তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হয় তাকে । কখন কখন পরিবারের সদস্যদের সাহায্যও নিতে হয় তাকে । নিজে একজন মেয়ে হয়েও অসহায় পথ কুকুর সহ অন্যান্য পশুদের পাশে দাঁড়িয়ে তার এই মহান কাজ সকলকেই ভাবিয়ে তোলে । দিন হোক বা রাত ফোন পেলেই ছুটে যায় মাহি । আজ বিশ্ব নারী দিবসে আমাদের পক্ষ থেকে তাঁর জন্য রইল শুভেচ্ছা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here