জলপাইগুড়ি:-
একেবারে রিসর্টের ভেতরে হাজির গজরাজ! চাঞ্চল্য পর্যটকদের মধ্যে।
জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়ি এলাকার একটি বেসরকারি রিসর্টের ঘটনা। গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে গজরাজ বাবাজি বুধবার রাতে আচমকাই হাজির হয় ওই রিসোর্টে। বেশ কিছুক্ষণ দুলকি চালে রিসোর্টের চত্বরে ঘুরে বেরায় বুনো হাতিটি। এইভাবে একেবারে রিসোর্টের ভেতরে হাতি দেখে একইসাথে আতংক এবং রোমাঞ্চ অনুভব করেন পর্যটকেরা। তবে রিসোর্ট কর্মীদের অনুরোধে কেউ রিসোর্ট ছেড়ে বাইরে বের হননি। যদিও কটেজের জানালা দিয়ে অনেকেই গজরাজ বাবাজির রাজকীয় চালের দৃশ্য মোবাইল বন্দী করেন। কিছুক্ষণ পর নিজেই হাতিটি জঙ্গলে ফিরে যায়।