গঙ্গারামপুর পৌরসভা ১৬নম্বর ওয়ার্ডের জ্যোতিবসু রোড পাড়া এলাকার দশম শ্রেণীর এক স্কুল ছাত্র নিখোঁজ হবার ঘটনায় শোরগোল, পরিবারের লোকজন রয়েছে উৎকণ্ঠার মধ্যে,তদন্ত শুরু করেছে পুলিশ গঙ্গারামপুর ৮মার্চ দক্ষিণ দিনাজপুর।পাইভেট টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে দশম শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হবার ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের জ্যোতি বসু রোড পাড়ায় এলাকায়।নিখোঁজ ওই ছাত্রের পরিবারের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।ওই ছাত্র নিখোঁজ সবার ঘটনায় উৎকণ্ঠের মধ্যে রয়েছে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনেরা।পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে নিখোঁজ হওয়া ওই গঙ্গারামপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রের নাম সৌমজিৎ ঘোষ বয়স ১৬ বছর। তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার১৬ নম্বর ওয়ার্ডের জ্যোতিবসু রোড পাড়া এলাকায়।গত ৫ই মার্চ সন্ধ্যায় প্রাইভেট টিউশন রয়েছে বলে বাড়ি থেকে বের হয় সে বলে জানান নিখোঁজ হওয়া ছাত্রের বাবা সঞ্জিত কুমার ঘোষ ও মা মনি ঘোষ।কিন্তু দীর্ঘ সময় পরে তার ছেলেদের খোজ খবর না পাওয়ায় বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার নিখোঁজের অভিযোগ জানানোর ছাত্র বাবা সঞ্জিত কুমার ঘোষ। নিখোঁজ হওয়া ছাত্রের বাবা সঞ্জিত কুমার ঘোষ, ও মা মনি জানিয়েছে, বাড়িতে পড়াশোনার নিয়ে কথা হয়েছিল।রাগ করে সে বাড়ি থেকে টিউশন আছে বলে বাড়ি থেকে বের হয়।বর্তমানে তাদের উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় নিখোঁজ ছাত্রেরছবি পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি তাকে উদ্ধার করা হবে। এমন ঘটনায় নিখোঁজ হওয়া ছাত্রের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গঙ্গারামপুর পৌরসভা ১৬নম্বর ওয়ার্ডের জ্যোতিবসু রোড পাড়া এলাকার দশম শ্রেণীর এক স্কুল...