জঙ্গলের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ

0
575

জঙ্গলের ভিতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ।বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম আনিসা কিনডো। তিনি মাদারিহাটের
গেরগেন্ডা চা বাগানের বাসিন্দা ছিলেন ও মাদারিহাট থানায় সিভিক ভলেনটিয়ার কর্মরত ছিলেন। পরিবারের সূত্রে জানা গেছে গত মঙ্গলবার অনিশা ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়, তারপর থেকে সে নিখোঁজ হয়ে পড়ে। গতকাল লঙ্কাপাড়া এলাকার জঙ্গলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মাদারিহাট থানার পুলিশ। বৃহস্পতিবার মৃত সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় মাদারিহাট পুলিশ। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here