২০১৯ এর পুনরাবৃত্তি নয়! উত্তরবঙ্গ থেকে চারটিরও বেশি আসন লাভ করবে তৃণমূল। বালুরঘাটে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এসে বললেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী

0
345

২০১৯ এর পুনরাবৃত্তি নয়! উত্তরবঙ্গ থেকে চারটিরও বেশি আসন লাভ করবে তৃণমূল। বালুরঘাটে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এসে বললেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারী ———- ২০১৯ এর পুনরাবৃত্তি নয়, উত্তরবঙ্গ থেকে চারটিরও বেশী আসন লাভ করবে তৃণমূল। বালুরঘাটের বেলাইনে রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা উত্তরবঙ্গের অন্যতম বরিষ্ঠ তৃণমূল নেতা বিপ্লব মিত্র। সোমবার বিকেলে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আসেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী। যেখানে সাংবাদিকদের সামনে দাঁড়িয়েই এমন মন্তব্য করেছেন মন্ত্রী। যে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসি আই সি বিপুল কান্তি ঘোষ, এলাকার কাউন্সিলর অনুশ্রী মহন্ত সহ পুরসভার অনান্য কাউন্সিলররা। এদিন প্রথমেই শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বেলাইন এলাকায় গিয়ে নারকেল ফাটিয়ে ছয়শো মিটার ওই রাস্তাটির শিলান্যাস করেন মন্ত্রী। পুরসভার প্রায় ৪৫ লক্ষ টাকা বরাদ্দে নির্মিত হতে চলেছে যে রাস্তাটি। মন্ত্রীর হাত ধরে বেহাল সেই রাস্তাটির শিলান্যাস অনুষ্ঠান হতেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ওই এলাকার বাসিন্দারা।

মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, উন্নয়নকে হাতিয়ার করেই তৃণমূল একের পর এক নির্বাচনে জয়ী হয়েছে এরাজ্যে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের থেকে মুখ ফেরালেও এবারে আটটি আসনের মধ্যে চারটিরও বেশী আসন লাভ করবে তৃণমূল। যাদের প্রার্থী নির্বাচন আগামী ব্রিগেড সমাবেশ থেকেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here