আগামী ১০মার্চ কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে তপনের চৌরঙ্গিতে পথসভা করতে এসে টাকা না দিলে বন্ধু কথা কইও না

0
389

আগামী ১০মার্চ কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে তপনের চৌরঙ্গিতে পথসভা করতে এসে টাকা না দিলে বন্ধু কথা কইও না অর্পিতার হাত ধরে ভরা মঞ্চে এমনই দৃশ্য দেখিয়ে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ গঙ্গারামপুর ৪ মার্চ দক্ষিণ দিনাজপুর।টাকা না দিলে বন্ধু কথা কইও না,অর্পিতার হাত ধরে ভরা মঞ্চে বিজেপির উদ্দেশ্যে এমনই দৃশ্য দেখালেন তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ।আগামী ১০ই মার্চ তৃণমূলের কলকাতাতে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের চৌরঙ্গীতে পথসভা করতে এসে এমনই কথা বললেন তিনি।সভামঞ্চে শাসকদলের প্রায় সমস্ত নেতাদেরই দেখা পাওয়া গিয়েছিল।অনুষ্ঠানকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । ইতিমধ্যেই লোকসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বড়ফুল শিবির রাজ্যে তাদের বেশিরভাগ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।এদিকে শাসক দল তাদের প্রার্থীবাদ ঘোষণা না করলেও রাজ্য তৃণমূল দলের তরফে অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ই মার্চ কলকাতাতে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন।সেই সমাবেশকে সাফল্যমন্ডিত করতে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা তপনের চৌরঙ্গীতে পথসভার আয়োজন করা হয়েছিল। সেই পথসভায় যোগ দিয়েছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ।সেখানে রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,রাজ্য মহিলা নেত্রী তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, রাজ্য তৃণমূলে সাধারণ সম্পাদক গৌতম দাস,জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরা হুসেন মন্ডল ,জেলা তৃণমূলের সহ-সভাপতি সুভাষ চাকি, প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার, তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ধর,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গঙ্গারামপুর বিধানসভা সমীর রাহা ,তৃণমূলের জেলা যুব সভাপতি,জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি,তৃণমূল নেতা শংকর মন্ডল,তাপস মন্ডল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সেখানেই সভা চলাকালীন যুব রাজ্য সভাপতি সায়নী ঘোষ অর্পিতা ঘোষের হাত টেনে ধরে বলতে থাকেন টাকা না দিলে বন্ধু কথা কইও না বলে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন। পরে রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, আমাদের নেত্রী সারা বছর ধরে মানুষজনের জন্য কাজ করেন।তাই মানুষজন আমাদের পাশে রয়েছে।ব্রিগেড যেমন কানাই কানাই ভরবে, তেমনি লোকসভা ভোটে আমাদের জয়লাভ করার সময়ের অপেক্ষা মাত্র। কর্মীদের মধ্যে সভাকে ঘিরে উৎসাহ ছিল ভালই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here