হিলিতে পাচারের অভিযোগে আটক করা ব্যক্তির রহস্য মৃত্যু! বিএসএফের হেফাজতে থাকাকালীন অবস্থাতেই মৃত্যু ওই ব্যক্তির। শুরু ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ মার্চ —— পাচারের অভিযোগে আটক করা এক ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। বিএসএফের হেফাজতে থাকাকালীন অবস্থাতেই মৃত্যুর ঘটনা। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের চকগোপাল বিওপিতে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানতে পারেনি বিএসএফ ও পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে পাচারের অভিযোগে ওইদিন রাতে ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা এক ব্যক্তিকে পাকড়াও করে ক্যাম্পে নিয়ে যায়। যেখানে কিছুক্ষণ থাকবার পরেই ধৃত ওই ব্যক্তি শারিরীক অসুস্থতা বোধ করে। এরপরেই তড়িঘড়ি তাকে হিলি গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে আঘাত ও ধুলোর চিহ্ন রয়েছে। এদিন ভিডিওগ্রাফীর মাধ্যমে যে মৃতদেহটির ময়নাতদন্ত করা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। যদিও এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে পুলিশ বা বিএসএফ কেউই মুখ খুলতে চাননি।