গঙ্গারামপুর,৩ মার্চ : সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উড়ানের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের মিলনী ক্লাব মঞ্চে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উৎকর্ষ কেন্দ্র গঙ্গারামপুরের অন্যতম সংস্থা উড়ান। সমাজের কোনো শিশু অবহেলিত নয়। তাঁরাও যেন পাঁচটি শিশুর মত যেন লেখাপড়া,খেলাধুলা,নাচ,গান,সব বিভিন্ন দিক থেকে সমান তালে বেড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে উড়ান নাম সংস্থা তাদের উৎসাহিত করে চলেছে। এদিন ছিল উড়ানের বার্ষিক অনুষ্ঠান। বার্ষিক অনুষ্ঠানের শুরুতে সংস্থার পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা নাচ,গান,কবিতা আবৃত্তি পাঠ পরিবেশন মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন উড়ানের সম্পাদক তথা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রনব কুমার সাহা,সভাপতি অনিমেষ নন্দী,চিকিৎসক কৌশিক চাকি,চিকিৎসক রাজীব পান্ডে,উড়ানের সহ সভাপতি নিহার কান্তি ঘোষ,সহ সম্পাদক সুপ্রতিক চৌধুরি,বালুরঘাটের চকলেট দাদু তাপস চক্রবর্তী প্রমুখ।
(বাইট প্রনব কুমার সাহা )