পুরোহিতের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটের সৃজনী পাড়ায়। নর্দমা থেকে দেহ উদ্ধার পুলিশের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ মার্চ ——- নর্দমার মধ্যে পড়ে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের সৃজনী পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম তারক অধিকারী (৪৫)। বাড়ি বালুরঘাটের খিদিরপুর এলাকায় হলেও ছোট থেকে শহরের কবিতীর্থ এলাকায় মামার বাড়িতে থাকতেন তিনি। পেশায় পুরোহিত তারকের মৃতদেহ এদিন নর্দমার মধ্যে পড়ে থাকতে দেখে যথেষ্টই আঁতকে উঠেছেন তার পরিবারের লোকেরা। যে ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ এলাকায় পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেছে।
মৃতর দিদি কামনা চক্রবর্তী বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে এলাকায় পৌঁছে চমকে গিয়েছেন। জন্ম থেকেই মামার বাড়িতে থাকত সে। অধিকাংশ সময়ই সে মদ্যপ অবস্থায় থাকতো। যে কারনেই এমন দুর্ঘটনা বলে তার অনুমান।