বুনিয়াদপুর পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ খতিয়ে দেখলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন। অতি দ্রুত এ প্রকল্প সুব উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য বুনিয়াদপুর পৌরসভা ঘোষণা হওয়ার পর থেকেই শহর এলাকার নোংরা আবর্জনা ফেলার সঠিক কোন জায়গা ছিল না। বুনিয়াদপুর শহরের বংশীহারী ব্রিজের নিচে শহরের নোংরা আবর্জনা খেলা হত। যাকে ঘিরে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওই এলাকায় মানুষদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে জোড়দিঘী এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে বহু দিন আগে। এই প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে, অতি দ্রুত এ প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পৌরসভার আধিকারিকরা। বুনিয়াদপুর শহরে মোট ১৪ টি ওয়ার্ড রয়েছে। ওই এলাকায় প্রায় এক একর ৬৭ শতক জায়গার উপরে তৈরি করা হচ্ছে এই বড় প্রকল্পটি, যার কাজ প্রায় শেষের দিকে। মূলত বুনিয়াদপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই এই প্রকল্পের অধীনে কাজ করে চলেছেন বুনিয়াদপুর পৌরসভা। বুনিয়াদপুর শহরের ১৪ টি ওয়ার্ডের সমস্ত সংগ্রহ করা আবর্জনা জোড়দিঘী এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পৌঁছানো হবে। ইতিমধ্যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাড়ি বাড়ি দেওয়া হয়েছে প্লাস্টিকের দাসবিন। প্রতিদিন সকালে পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই ডাস্টবিন কালেক্ট করার কাজ শুরু হয়েছে বহু দিন আগে থেকেই। এই আবর্জনা গুলি সেখানে নিয়ে গিয়ে বাছাই করে পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থ গুলিকে আলাদা করা হবে। সেখান থেকে পচনশীল বজ্র দিয়ে জৈব সার তৈরি করা হবে। অপচনশীল বর্জ্য দিয়ে ফাইবার ব্লক তৈরি করা হবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে। যার ফলে একদিকে যেমন বুনিয়াদপুর পৌর এলাকা পরিষ্কার থাকবে তেমনি বজ্র পদার্থ গুলি রাসায়নিক সারের কাজে লাগানো হবে। এই কাজে নিযুক্ত করা হবে স্বনির্ভর দলের মহিলাদের। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান হবে পাশাপাশি পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই প্রকল্প সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছালেন পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন ও ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ আরো অনেকে।
এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের একান্ত উদ্যোগে বুনিয়াদপুর পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প অতি দ্রুত চালু করা হবে। পাশাপাশি রাস্তার ধারে দেওয়া হবে পথবাতী। এই প্রকল্পে বুনিয়াদপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে। সেই বজ্র পদার্থ গুলি থেকেই রাসায়নিক সার ও ফাইবার ব্লক তৈরি করা হবে। এ প্রকল্পের মাধ্যমে বুনিয়াদপুর শহরকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে।