পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের সামনে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল
আশা কর্মীর শতাধিক মহিলারা।
শনিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় থেকে আশা কর্মীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি মিছিল করে এসে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে।
আশা কর্মীদের দাবি , তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে এবং বর্তমান বাজেটে তাদের কোন পারিশ্রমিক বৃদ্ধি করা হয় নি ,পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এককালীন ভাতা না দেওয়া, পালস পোলিও ও অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে এই আন্দোলন । আশা কর্মীরা হুংকার দেয় যে তাদের দাবি যদি না মানা হয় তবে আগামী রবিবার থেকে তারা পালস পোলিও কর্মসূচি বয়কট করবে অর্থাৎ কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানাবে। আশা কর্মীরা আরো জানান, করোনার সময় যে বাড়তি পারিশ্রম করেছিল সেগুলোর পাওনা এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং বিভিন্ন সময় খেলা, মেলায় ও অনুষ্ঠানে তাদের ডিউটি করানো হয় সেসব পারিশ্রমিক তারা সঠিকভাবে পায় না |আশা কর্মীরা রাজ্য সরকারের কাছে মূলত দাবী রাখে যে তারা ভাতা চায় না তারা সম্মানের সাথে বেতন চাই এবং বর্তমান যে ভাতা দেওয়া হয় সেই টাকায় সংসার চলে না তাই তাদের ন্যূনতম বেতন যেন ২৬ হাজার টাকা করা হয়, এসব দাবি নিয়েই ছিল আজকের এই আন্দোলন …..
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতালের...