সিতাই বাজারে ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র,গুলি সহ গ্রেফতার চার যুবক

0
278

কোচবিহার:- সিতাই বাজারে ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র,গুলি সহ গ্রেফতার চার যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে সিতাই থানার পুলিশের একটি বিশেষ টিম গিয়ে পৌছায় কেশরীবাড়ি এলাকায়। সেখানে গিয়ে দেখে বেশকয়েকজন যুবক অন্ধকারে জড়ো হয়ে আছে। পুলিশকে দেখা মাত্রই একটি টোটো করে সবাই পালানোর চেষ্টা করে। সেই সময় সিতাই থানার পুলিশ চার যুবককে আটক করে এবং একজন পালিয়ে যায়। আটক চার যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি ইম্প্রোভাইজড নাইন এমএম পিস্তল,৭ রাউন্ড গুলি ও লোহার রড। এরপর পুলিশ চার যুবককেই গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে গ্রেফতার চারজন যুবক হল ভোলাচাত্রার রেজ্জাক মিয়া, শাকির আলী, মমিন মিয়া, কেশরীবাড়ির নুরামিন প্রামানিক। শনিবার দুপুরে চারজনকেই সিতাই থানার পুলিশ দিনহাটা মহকুমা আদালতে হাজির করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here