আলিপুরদুয়ার জেলায় প্রতিটি ব্লকে বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে ধর্ণা অবস্থানে সামিল আশা কর্মীরা

0
244

আলিপুরদুয়ার জেলায় প্রতিটি ব্লকে বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে ধর্ণা অবস্থানে সামিল আশা কর্মীরা । শুক্রবার থেকে ধর্ণা অবস্থান শুরু করল তারা অনির্দিষ্টকালের জন‍্য তাদের ধর্ণা চলবে বলে জানান আশা কর্মীরা।
শুক্রবার দুফুর থেকে কালচিনি ব্লকের সমস্ত আশা কর্মীরা কাজে যোগদান না দিয়ে লতাবাড়ি হাসপাতালে সামনে এসে ধর্ণা অবস্থানে সামিল হয় । এই বিষয়ে আশা কর্মীরা জানান এবছর রাজ‍্য বাজেটে আশা কর্মীদের এক টাকা ও বেতন বৃদ্ধি হয়নি। এছাড়া ২০১৯ পর থেকে কোনো বেতন বৃদ্ধি হয়নি এজন্য তারা আন্দোলনে সামিল হয়েছে। দাবী পূরণ না হওয়া ওবধি তাদের এই আন্দোলন চলবে বলে জানান আশা কর্মীরা।

ওপরদিকে আলিপুরদুয়ার এক ব্লকের সমস্ত আশা কর্মীরা ও এদিন পাঁচকেলগুড়ি এলাকায় কাজে যোগদান না দিয়ে ধর্ণা অবস্থানে সামিল হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here