দীর্ঘ পাঁচ বছর লড়াই চালানোর পর অবশেষে বিচার পেলেন নিহত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সুবোধ কুমার বাইনের মেয়ে।উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুবোধ কুমার বাইনকে গুলি করে হত্যার দায়ে দুইজনকে যাবদজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার ফাষ্ট ট্রাক ফাষ্ট আদালতের বিচারক কুমকুম চট্টাপাধ্যায়।আদালত যাবদজ্জীবন কারাদন্ডের নির্দেশে খুশী মৃত প্রাক্তন প্রধানের মেয়ে সুলগ্না বাইন। সরকারি আইনজীবি মুক্তার আহমেদ জানিয়েছেন, নিম্ন আদালতের এই বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার সুযোগ আছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ২২ জানুয়ারি রাতে ডালখোলা থানার সূর্যাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুবোধ কুমার বাইন তার স্ত্রী মীরা রানী বাইনকে নিয়ে কীর্তন দেখে ফেরার পথে রানীগঞ্জের কাছে দুই দুস্কৃতি স্কুটি চেপে এসে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ সুবোধ কুমার বাইনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ২৩ জানুয়ারি মৃত সুবোধবাবুর স্ত্রী রীনা রানী বাইন ডালখোলা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ডালখোলা থানার পুলিশ উত্তম সরকার এবং তপন মন্ডল নামে দুইজনকে গ্রেফতার করেছিল।ইসলামপুর মহকুমা অতিরিক্ত দায়রা আদালতের সহকারি সরকারি আইনজীবি মুক্তার আহমেদ জানিয়েছেন, স্থানীয় এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের ঘটনায় অভিযুক্ত উত্তম সরকারের বিরুদ্ধে শালিশী সভায় সুবোধবাবু বিচার দিয়েছিলেন।সেই ক্ষোভেই উত্তম প্রাক্তন প্রধানকে গুলি করে হত্যা করেছিলেন। ইসলামপুর মহকুমার ফাষ্ট ট্রাক ফাষ্ট আদালতে অভিযুক্ত দুই জনকেই যাবদজ্জীবন কারাদন্ড দন্ডিত করেন।এছাড়াও তিন হাজার টাকা জরিনামা অনাদায়ে নয় মাসের জেল ঘোষনা করেন আদালতের বিচারক কুমকুম চট্টাপাধ্যায়।দীর্ঘ পাঁচ বছর লড়াই চালাবার পর আদালতে বিচার মেলায় খুশী নিহত প্রাক্তন প্রধানের মেয়ে সুলগ্না বাইনের।
বাইট…..মুক্তার আহমেদ….সহকারি আইনজীবি, অতিরিক্ত দায়রা আদালত, ইসলামপুর
সুলগ্না বাইন….নিহত প্রাক্তন প্রধানের মেয়ে