সন্দেশখালির অত্যাচারি তৃণমূল কংগ্রেস কর্মি সমর্থকদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালি বাসিন্দাদের এমনই নিদান দিলেন সুকান্তবাবু। শনিবার সন্দেশখালির অত্যাচারি তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে পেয়ে স্থানীয় মহিলারা তার পিছু ধাওয়া করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে সুকান্তবাবু বলেন সন্দেশখালির মানুষ তৃণমূল কংগ্রেস কর্মিদের হাতে অত্যাচারিত হবার পরও এখনও তারা মাথা ঠিক রেখে আন্দোলন করেছেন। তার মতে সেখানকার মানুষ ভাল বলে এখনও তৃণমূল কংগ্রেস নেতাদের গাছে বেঁধে রাখছে না। তৃণমূল কংগ্রেস কর্মিদের সঙ্গে পুলিশ থাকার কারনে তাদের গাছে বেঁধে রাখছে না। সুকান্তবাবুর মতে অত্যাচারি তৃণমূল কংগ্রেস কর্মিদের গাছে বেধে রাখার নিদান দিলেন। সুকান্তবাবু মতে সন্দেশখালিতে গুরুতর অভিযোগ উঠেছে। কলকাতা থেকে দুই ঘন্টার দূরত্বে এধরনের ঘটনা মহিলাদের উপর সংগঠিত হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই।তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। রাজ্যের বিরোধী দল বিজেপিকে সন্দেশখালিতে যেতে বাধা দিলেও শাসকদলের নেতারা অনায়াসে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। সন্দেশখালির মহিলারা বিজেপির নেতাদের ফুল, মালা, রাখী পড়িয়ে বরন করছেন।আর তৃণমূল কংগ্রেস নেতাদের দেখলে ঝাঁটা নিয়ে তেড়ে যাচ্ছেন। সেই কারনেই শুধুমাত্র বিজেপি নেতাদের সন্দেশখালিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে সুকান্তবাবু মনে করেন।
বাইট…..সুকান্ত মজুমদার….রাজ্য সভাপতি,বিজেপি
























