কোচবিহার:- অবিলম্বে স্পেশাল হোম গার্ডে নিয়োগের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে ধর্না অবস্থানে বসলে সারেন্ডার কেএলও এবং কেএলও লিংকমান ওয়েলফেয়ার কমিটি সদস্যরা। শুক্রবার কোচবিহার শহরের মিছিল করে তারা জেলা শাসক দপ্তরের সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে এবং ধর্না অবস্থানে বসেন। উল্লেখ্য সারেন্ডার কেএলও এবং কেএলও লিংক মেনদের স্পেশাল হোম গার্ডে নিয়োগের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দু দফায় সেই নিয়োগ হলেও বিগত তিন বছর যাবত বাকি ১৫১ জন সারেন্ডার কেএলও এবং কেএলও লিংকমেনদের এখনো নিয়োগ হয়নি। তাদের দ্রুত নিয়োগের দাবিতে আজকের এই কর্মসূচি বলে জানা গেছে ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর অবিলম্বে স্পেশাল হোম গার্ডে নিয়োগের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে ধর্না...