পুলিশ শেখ শাহজাহানকে ধরতে না পারার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন বিজেপির

0
169

পুলিশ শেখ শাহজাহানকে ধরতে না পারার দাবিতে রাস্তায় নেমে আন্দোলন বিজেপির। ১০ মিনিট রাস্তা অবরোধ করে করা হয় বিক্ষোভ।

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে পুলিশ শেখ শাহজাহানকে ধরতে না পারা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে করা হয় এই আন্দোলন। আজকের দিনে বসীরহাট এসপি অফিসে ডেপুটেশন কর্মসূচি করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে। পশ্চিম বঙ্গের পুলিশ শেখ সহজনকে ধরতে না পারার দাবী তুলে বিএনপি গণতান্ত্রিক ভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে। কিন্তু তাদের উপর পুলিশ যে ভাবে হামলা চালাচ্ছে তার দাবি তুলে সারা পশ্চিমবঙ্গে টাউন ও ব্লক মণ্ডলীর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন বুনিয়াদপুর শহরেও বিজেপি টাউন মণ্ডলীর উদ্যোগে করা হয় মিছিল ও বুনিয়াদ পুর ট্রাফিক সিগনালে NH ৫১২ নম্বর জাতীয় সড়ক ১০ মিনিট রাস্তা অবরোধ করে দেখানো হয় বিক্ষোভ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি টাউন মণ্ডলের সভাপতি দিপেষ বসাক, জেলা বিএনপির জয়েন্ট অফিস সেক্রেটার সঞ্জীব দাস, হরিরামপুর বিধানসভার কো কোনভেনার সুপ্রিয় দত্ত, জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার ও বুনিয়াদপুর টাউন যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ প্রামাণিক সহ অন্যান্য বিজেপি কর্মীরা।

এই বিষয়ে বুনিয়াদপুর বিজেপি টাউন মণ্ডলের সভাপতি দীপেশ বসাক জানিয়েছেন শেখ সহজানকে পশ্চিম বঙ্গের পুলিশ ধরতে পারছেন না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি রাস্তায় নেমেছে। পুলিশ রাস্তায় আন্দোলনকারীদের উপর বর্বরিচিত ভাবে হামলা চালাচ্ছে। তার দাবিতে গোটা পশ্চিমবঙ্গের পাশাপাশি বুনিয়াদপুর শহরের মিছিল ও রাস্তা আটকে বিক্ষোভ কর্মসূচি করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here