বীরপাড়ায় নেশা টেবলেট ও নিষিদ্ধ কাফসিরাপ সহ ধৃত ১
আলিপুরদুয়ারঃ বীরপাড়ার মোতিমিলে এক যুবককে গ্রেফতার করে বীরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর ওই যুবকের কাছ থেকে নেশা ট্যাবলেট নিষিদ্ধ কাশির ওষুধ বাজেয়াপ্ত করা হয়। তাঁর বিরুদ্ধে এনডিপিস আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান বীরপাড়া থানার ওসি নয়ন দাস। সোমবার ধৃতকে আলিপুরদুয়ারের আদালতে পাঠানো হয়েছে।