বালুরঘাট থেকে দূরপাল্লার ট্রেনের দাবী নিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত। অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে দাবি পত্র পেশ সাংসদের।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ ফেব্রুয়ারী ——— বালুরঘাট থেকে এবারে দূরপাল্লা ট্রেনের দাবি। লিখিত দাবিপত্র পেশ করে রেলমন্ত্রীর দ্বারস্থ সুকান্ত। সোমবার রেলমন্ত্রী কে দেওয়া সুকান্তর সেই চিঠি সামনে আসতেই রীতিমতো হইচই পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। নতুন করে দুরপাল্লা ট্রেন চালুর আশায় বুক বাধছে এ জেলার মানুষ। বালুরঘাট স্টেশন থেকে ব্যাঙ্গালুরু, গৌহাটি ও দিল্লী অবধি দূরপাল্লা ট্রেন চালুর দাবী এজেলার মানুষের বহুদিনের। এবারে সেই দাবীকে বাস্তবায়ন করতে নামলেন এই কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার যে ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে একটি দাবি পত্র পেশ করেছেন সুকান্ত। যেখানেই সাংসদ উল্লেখ করেছেন এই কেন্দ্রের মানুষের দুরবস্থার কথা এবং দূরপাল্লার ট্রেনের প্রয়োজনীয়তার কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে লিখা সুকান্তর সেই দাবিপত্র প্রকাশ্যে আসতেই নতুন করে আশার সঞ্চার হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের কাছে।
এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন বালুরঘাট থেকে দিল্লী, ব্যাঙ্গালুরু, উত্তর পূর্ব ভারতে ট্রেনের খুব প্রয়োজন। দাবী পেয়েছি জনগণের কাছ থেকে, সেই দাবী রেলমন্ত্রীর কাছে পৌছে দিয়েছি। রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামীদিনে বালুরঘাট থেকে দুরপাল্লার ট্রেন চালু হবে এবং দক্ষিণ দিনাজপুর জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থায় অন্যতম জায়গায় পৌছানোর ব্যবস্থা করবেন।