ইতিহাস পরীক্ষা দিতে বসে জ্ঞান হারালো মাধ্যমিক পরীক্ষার্থী। হুলুস্থুল কান্ড বালুরঘাট হাইস্কুলে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ ফেব্রুয়ারী ——— পরীক্ষা দিতে বসে জ্ঞান হারালেন মাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার দুপুরে ঘটনাকে ঘিরে হুলুস্থুল কান্ড বালুরঘাট হাইস্কুলে। ঘটনার পরেই তড়িঘড়ি বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ ওই স্কুল ছাত্রকে। যেখানে চিকিৎসাধীন অবস্থায় বসেই পরীক্ষা দিয়েছেন ওই স্কুল ছাত্র। জানা গেছে, অসুস্থ ওই স্কুল ছাত্রের নাম রোহিত কিস্কু। নালন্দা বিদ্যাপীঠের ছাত্র ওই পরীক্ষার্থীর আসন পড়েছিল বালুরঘাট হাই স্কুলে। এদিন সেখানেই ইতিহাস পরীক্ষা দিতে বসেছিলেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী। যে পরীক্ষা চলাকালীন সময়ে আচমকাই জ্ঞান হারিয়ে বেঞ্চে ঢলে পড়েন ওই পরীক্ষার্থী। যা চাক্ষুষ করেই স্কুল কতৃপক্ষ তড়িঘড়ি অসুস্থ ওই ছাত্রকে নিয়ে গিয়ে ভর্তি করান বালুরঘাট জেলা হাসপাতালে। যেখানে চিকিৎসাধীন অবস্থাতে বেডে শুয়ে থেকেই পরীক্ষা দিয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন ওই স্কুল ছাত্রের পরিবারের লোকেরা।
অসুস্থ ছাত্রের মা পম্পা পাহান বলেন, এদিন ইতিহাস পরীক্ষা চলাকালীন সময়ে ছেলে অসুস্থ হয়ে পড়ে। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যেখানে বসেই পরীক্ষা দিয়েছে সে। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।