শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা এলাকায় ভেঙে পড়লো সেতু। জানাগেছে সোমবার বিকেলে পাথর ভর্তি একটি ডাম্পার সেতু পার হওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি

0
649

কোচবিহার-: শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা এলাকায় ভেঙে পড়লো সেতু। জানাগেছে সোমবার বিকেলে পাথর ভর্তি একটি ডাম্পার সেতু পার হওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি । যদিও হতাহতের কোনো খবর নেই। খবর জানাজানি হতেই ভিড় করেন স্থানীয়রা । বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সেতুটি দুর্বল ছিল। প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি সেতু সংস্কারের বিষয়ে।এছাড়াও সেতু দুর্বল হওয়ার ফলে ভারী যান বাহন যাওয়া নিষেধ করা হলেও সেখান দিয়ে চলাচল করে । আজ এই ঘটনা ঘটল ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here