আলিপুরদুয়ারঃ শীতে ঘন কুয়াশায় ঢাকা গোটা এলাকা, এরমধ্যেই গ্রামে এসে তান্ডব চালালো বুনো হাতি। ক্ষতি করলো সুপারি বাগান একাধিক কলাগাছ । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পূর্ব সাতালির এলাকার গুদাম ডাবরি বনবস্তি এলাকায় । শনিবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি লোকালয়ে প্রবেশ করে। এরপর হাতিটি এলাকায় প্রায় তিন ঘন্টা গ্রামে দাপিয়ে বেড়ায় হাতিটি,
খবর দেওয়া হয় বনদফতরকে খবর পাওয়ার কিছু খনের মধ্যে ঘটনা স্থলে এসে পৌঁছায় হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা।এবং হাতিটিকে এলাকার থেকে তাড়িয়ে দেয়