জলপাইগুড়ি:– বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ডুয়ার্সের নাগরাকাটা বাজার। যদিও ওই অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যবসায়ীর গোডাউনের সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। জানা গিয়েছে, নাগরাকাটার বাজারের ব্যবসায়ী মুজিরাম চৌধুরীর ছেলের বিয়ে থাকায় দুইদিন ধরে তার দোকান বন্ধ ছিল। কিন্তু শনিবার বেলার দিকে তার দোকানের ওপরতলার গোডাউন থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনায় আতংক ছড়ায় জনবহুল ওই বাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে নাগরাকাটা থানার পুলিস। স্থানীয় বাসিন্দা, ব্যাবসায়ীরা সকলে মিলে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে মালবাজার একটি দমকল ইঞ্জিন আসে।ঘন্টাখানেকের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। যদিও ততক্ষণে গোডাউনের ভিতরে সমস্ত সামগ্রী সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। বন্ধ থাকা দোকানে কিভাবে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। শর্টসার্কিট থেকে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ষড়যন্ত্র তা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন খোদ দমকল আধিকারিক। বিষয়টি খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ।

















