কনেযাত্রীর বাস দুর্ঘটনায় আহত সাত
আলিপুরদুয়ার:- বৌভাতে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে সোজা সুপারি বাগানে ঢুকে পড়লো একটি যাত্রী বোঝাই বাস।ঘটনায় কনের বাবা সহ সাতজন আহত হন। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ফালাকাটা বীরপাড়া জাতীয় সড়কের ডালিমপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফালাকাটার আড়াই মাইলের সবুজ শীলের মেয়ের বৌভাত উপলক্ষে মালবাজারের উদ্দেশ্যে ফালাকাটা থেকে রওনা দেয় বাসটি। ডালিমপুর এলাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার ধারে সুপারি বাগানে ঢুকে পড়ে।ঘটনায় কনের বাবা সহ সাতজন আহত হন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ।পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

















