কলকাতায় রেডরোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ধর্নামঞ্চে যোগ দিতে আলিপুরদুয়ার থেকে ৫০০ তৃনমূল কর্মী কলকাতা রওনা হলেন

0
250

আলিপুরদুয়ার : কলকাতায় রেডরোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ধর্নামঞ্চে যোগ দিতে আলিপুরদুয়ার থেকে ৫০০ তৃনমূল কর্মী কলকাতা রওনা হলেন।এদিন বিকেলে দলীয় দফতর থেকে ২০০ কর্মী দুটি বাসে কলকাতা রওনা হলেন।
তৃনমূলের আলিপুরদুয়ার চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,আজ দুটি বাসে ২০০ কর্মী যাচ্ছেন।অনেকে ট্রেনে যাচ্ছেন।মোট ৫০০ কর্মী দিদির ধর্নামঞ্চে অংশ নেবে।তার সাফ কথা কেন্দ্রীয় বরাদ্ধ দিচ্ছেনা মোদি সরকার।তারা এটা বন্ধ করে রেখেছে।এটা যাতে সাধারন মানুষ পান সেজন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। রাজ্য সরকার হিসেব দিচ্ছেনা এ প্রশ্নে তিনি বলেন,বসে থেকে হিসেব হবে।তিনি আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা কোন উন্নয়নমুখী কাজ করেনি বলে অভিযোগ তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here