কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার পথ চলা শুরু হল রবিবার দুপুর থেকে

0
175

শিলিগুড়ি:-

কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার পথ চলা শুরু হল রবিবার দুপুর থেকে।ইতিমধ্যে জলপাইগুড়ির পথে রওনা হয়েছে রাহুল গান্ধী।জানা গিয়েছে রবিবার দুপুরে জলপাইগুড়ি থেকে এই ন্যায় যাত্রা শুরু করবেন।শিলিগুড়িতে এসে পৌছবেন বিকেলে।এদিন বিকেলে শিলিগুড়ি থানা মোড় থেকে এ্যার ভিউ মোর পর্যন্ত তার পদযাত্রা করার কথা রয়েছে।কংগ্রেস নেতার রাহুল গান্ধী শহরে ভারত জোড়ো ন্যায় যাত্রা করবে বলে ইতিমধ্যে থানা মোড় থেকে শুরু করে এয়ারভিউ মোর পর্যন্ত গোটা হিলকাট রোড জুড়ে রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে ফ্লেক্সে ফ্লেক্সে ছয়লাপ।তবে এরই মধ্যে রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে লাগানো পোস্টারের মাঝেই মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শিলিগুড়ির প্রধান রাস্তায় জুড়ে লাগানো হয়েছে ফ্লেক্স।একদিকে যখন রাহুল গান্ধী আবারো ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন তখন মুখ্যমন্ত্রী ছবি দিয়ে এই ধরনের ফ্লেক্স ঘিরে উঠছে নানান প্রশ্ন।প্রশ্ন উঠছে জোটের ভবিষ্যৎ নিয়েও।এই ফ্লেক্সের নিচে লেখা রয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস,যুব কংগ্রেস,মহিলা কংগ্রেস এবং আইএনটিটিইউসি।ঘটনা প্রসঙ্গে তৃণমূল যখন নিজেদের সাফাই দিতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে তুলোধুনো করেছে উল্টোদিকে,কংগ্রেসও পালটা আক্রমণ শানিয়েছে।যদিও কংগ্রেসের তরফে জোট ইস্যুতে কোনও মন্তব্য মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here