গঙ্গারামপুর ব্লক অফিসের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127 তম জন্মদিন পালন করা হলো না বলে অভিযোগ

0
369

গঙ্গারামপুর ব্লক অফিসের তরফে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127 তম জন্মদিন পালন করা হলো না বলো অভিযোগ, বিডিওর দাবি ছোট করে করা অনুষ্ঠান, অফিসের কর্মীরা সরকারি কাজে বাইরে থাকার কারণে-শোরগোল পড়েছে জেলা জুড়ে গঙ্গারামপুর ২৩শে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিন প্রশাসনের সরকারি ব্লক অফিসের তরফে পালন করা হলো না বলে অভিযোগ উঠেছে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে জেলাজুড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিডিও অফিসের আশপাশ এলাকার বাসিন্দারাও। যদিও ব্লকের বিডিও দাবি করেন ছোট করে অফিসের মধ্যে অনুষ্ঠান করা হয়েছে অফিসের সমস্ত কর্মীরা সরকারি পরিষেবা দেওয়ার জন্য বাইরে থাকার কারণে।নেতাজির জন্মদিন কি আদৌও ব্লক অফিসের তরফে পালন করা হয়েছে প্রশ্ন করে বিডিওর কাছে প্রমাণ হিসেবে ছবি চাওয়া হলেও তিনি তা পাঠিয়ে দেওয়ার কথা জানালেন শেষ শেষ পর্যন্ত দিতে পারেননি। ঘটনায় শোরগোল পড়েছে। কিছুদিন আগে গঙ্গারামপুর ব্লকে বিডিও হিসেবে কাজে যোগদান করেছেন অর্পিতা ঘোষাল। তিনি কাজে যোগদানের পরেই অনেকে আশা করেছিলেন তিনি গঙ্গারামপুর ব্লকবাসীর জন্য একাধিক উন্নয়নমূল ভাল কাজ করবেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস দিনটি পালন করা হয়নি বলে অভিযোগ তুলেছেন ব্লক এলাকার আশপাশের সাধারণ মানুষ জনেরা। তারা অভিযোগ করে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন বীর সৈনিক তার জন্মদিন সরকারি অফিস পালন করল না বলে আমরা দেখতে পেলাম। এমন ঘটনা যা আগে কখনো ঘটনাটি গঙ্গারামপুর ব্লক প্রশাসনের তরফে। গঙ্গারামপুর ব্লকের আশপাশের এক স্থানীয় বাসিন্দা ব্লক প্রশাসনের এমন কাজে চরম খুব প্রকাশ করে জানান, এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না। যাদের জন্য স্বাধীনতা পেয়েছি তারই জন্মদিন সরকারি অফিস পালন করল না। জেলা পরিষদের উদ্যোতন কর্তৃপক্ষের বিষয়টি দেখার অনুরোধ করছি। গঙ্গারামপুর ব্লক প্রশাসন সূত্রের খবর, প্রতিবছরই সরকারি যে সমস্ত অনুষ্ঠান গুলি হয় তা গঙ্গারামপুর ব্লক প্রশাসনের তরফে পালন করা হয়। তাহলে এবার কেন নিজেদের সুভাষচন্দ্র বসুর ১৩৭তম জন্ম দিবস দিনটি পালন করা হলো না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষালের কাছে। বিডিও অর্পিতা ঘোষাল অবশ্য দাবি করেন, সরকারি নির্দেশ অনুযায়ী পাড়ায় সমস্যার সমাধান একাধিক কর্মসূচি চলছে ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। অফিসের কর্মীরা সেই সমস্ত কাজ করার কারণে গঙ্গারামপুর ব্লক অফিসের ভিতরে ছোট করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে। সাংবাদিকরা বিডিও অর্পিতা ঘোষালকে প্রশ্ন করেছিল,আপনি যে অনুষ্ঠান করেছেন তার ছবি থাকলে আমাদের দিন।তার কাছে ছবি রয়েছে বলে দাবি করলেও বিডিও দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পরেও ব্লক অফিসের ভিতরে ছোট করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা ছবি দিতে পারেননি। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। তাহলে কি বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন গত বছর থানা যেমন করে ভুলে গেল মালা দিতে নেতাজীর মূর্তিতে এবার কি সেই তালিকায় এবার গঙ্গারামপুর ব্লক প্রশাসনের নাম জুড়ে গেল সেই প্রশ্নেই তুলেছে অনেকেই। যদিও জেলা প্রশাসকের এক আধিকারিক জানিয়েছেন বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here