রায়গঞ্জ জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাতে কালিয়াগঞ্জ শহরের স্কুল পাড়ায় অবস্থিত ক্ষুদিরাম স্মৃতি সংঘের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান উপলক্ষ্যে ক্লাবের অন্যতম সদস্য বিশ্বপ্রীয় দাসের স্মৃতিতে স্বচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে।এদিন বিশ্বপীয় দাসে ভাই শুভদ্বীপ দাস রক্তদান করে শিবিরের সূচনা করেন।এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অরিন্দম ভৌমিক, শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা সহ বিশিষ্ট জনেরা।এদিন ৪০ জনের মতো রক্তদাতারা রক্তদান দান করবে বলে দাবি ক্লাবের সদস্যদের।