আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজলা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ধারে থেকে মঙ্গলবার সকালে একটি মৃত সাম্বার হরিণ উদ্ধার করল বনকর্মীরা

0
365

আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের রাঙ্গালিবাজলা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের ধারে থেকে মঙ্গলবার সকালে একটি মৃত সাম্বার হরিণ উদ্ধার করল বনকর্মীরা ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে স্থানীয়রা মৃত সাম্বার হরিণ টিকে দেখতে পেয়ে বন দপ্তর কে খবর দেন।
।তবে কিভাবে সাম্বার হরিণ টির মৃত্যু হল তা কেউই জানেননা।সকালে দিকেকে প্রচন্ড কুয়াশা থাকায় রাস্তা ছিল প্রায় শুনশান।গ্রামবাসীরা কুয়াশার দরুন কেউ ঘর থেকে বের হননি। ফলে কখন, কিভাবে সাম্বারটির মৃত্যু হল তা জানা যায়নি।মাদারিহাট বন দপ্তর তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here