কোচবিহার:- গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও স্কুটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান জাফর নূরে শওকত ঘটনা প্রসঙ্গে জানান অন্যান্য দিনের মত গতকাল রাতেও তারা নৈশ ভোজ করে যখন ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময় মধ্যরাতে বিকট শব্দ ও আলোয় তাদের ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেরিয়ে এসে তারা দেখেন তাদের বাড়ির উঠোনে রাখা স্কুটি দাউদাউ করে জ্বলছে এবং সেই সাথে বাড়ির একটা অংশেও আগুন লেগেছে। তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনের কড়াল গ্রাসে সম্পূর্ণরূপে পুড়ে যায় স্কুটি টি। ঘটনার সমস্ত বিবরণ দিয়ে ইতিমধ্যেই সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের ওই অঞ্চল চেয়ারম্যান। তবে কে বা কারা এই কাজ করেছে সে ব্যাপারে তিনি সম্পূর্ণ অজ্ঞাত রয়েছেন বলেই জানান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দিনহাটা জুড়ে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গভীর রাতে তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও স্কুটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ...