তপন কৃষি ও সাংস্কৃতিক মেলার মূল আকর্ষণ সেই ৪ ফিটের লম্বা লাউ

0
529

তপন কৃষি ও সাংস্কৃতিক মেলার মূল আকর্ষণ সেই ৪ ফিটের লম্বা লাউ, বেসরকারী উদ্যোগে তৈরি হওয়া মেলা চলবে ১৫ দিন ধরে, ভিড় হচ্ছে রেকর্ড পরিমাণে। তপন ৩ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।প্রচলিত কোথায় আছে,সাধের লাউ বানাইলো মোদের বৈরাগী।বেসরকারি উদ্যোগে মেলাতে সকলেই এসে সেই লম্বা ৪ফিটের লাউ দেখতেই মানুষজনদের ভিড় উড়ছে পড়েছে।দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের বাঘইট এলাকায় তপন কৃষি ও সাংস্কৃতিক মেলার মূল আকর্ষণ সেই চার ফিটের লম্বা লাউ।১জানুয়ারি থেকে ১৫জানুয়ারি জানুয়ারি পর্যন্ত চলা ১৫দিন ধরে চলা মেলার বিভিন্ন দোকানদারদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উদ্যোক্তারা জানিয়েছেন,প্রতিবছরই চলে তাদের এই মেলা,যাকে ঘিরে এলাকার মানুষজনদের উৎসাহ থাকে ব্যাপক। প্রতিবছরের মত এবছরও তপনের বাঘইট এলাকার কৃষকদের স্বার্থে ও ব্লকের বাসিন্দাদের আনন্দ দিতে স্থানীয় একটি মেলা কমিটি এমন মেলার আয়োজন করে থাকে প্রতি বছর।২০২৪সালের শুরুতেই তাদের এই মেলা আরম্ভ হয়,যা ১৫ই জানুয়ারি পর্যন্ত চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে কয়েক দিন ধরে।শুধু তপন ব্লকই নয়, আশপাশের দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর ও মালদা জেলা থেকে বহু দোকানদার মেলাতে দোকানদারি করতে ছুটে আসেন। খাবার থেকে শুরু করে বিভিন্ন সচেতনতামূলক প্রচার, জিনিসপত্র কেনাকাটার মনোহারী দোকানও সেখানে বসানো হয়। মেলার মূল আকর্ষণ থাকে ব্লকের কৃষকদের উৎপাদিত কৃষি জাতীয় ফসলের প্রদর্শন।১৯বছরের তাদের এই মেলাটিতে এবার তপন ব্লকের কালমন্দাপাড়া এলাকার কৃষক ইছামুদ্দীন সরকার তার জমিতে প্রায় ৪ ফিটের মতো লম্বা একটি লাউ বানিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। ব্লকের বহু কৃষক তাদের জন্য উৎপাদিত ফসল সেখানে রাখলেও লাউ দেখতে যাচ্ছে সাধারণ মানুষজন। মেলাটি সুস্থভাবে পরিচালনা করার জন্য একটি কমেটি তৈরি করা হয়ছে,যে কমিটির সভাপতি করা হয়েছে মফিজদ্দিন মিয়াকে,সম্পাদক করা হয়েছে বাদল বর্মনকে।মেলার অন্যতম সদস্য হয়েছেন দেলোয়ার হোসেনকে। এছাড়া রয়েছে প্রায় ১৭০ জন সদস্য। এবিষয়ে তপন বাঘইট এলাকার কৃষি ও সংস্কৃতিক মেলার অন্যতম সদস্য দেলোয়ার হোসেন জানান, কৃষি প্রধান এলাকা হবার দরুন কৃষকদের উৎসাহ বাড়ানোর জন্য এমন মেলায় আয়োজন করা হয়েছে। পাশাপাশি মানুষজনদের বিনোদন দেবার জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার ভিড় হচ্ছে ব্যাপক পরিমানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here