বালুরঘাটের বিজেপি মোড়ে মাদার টেরিজার মূর্তি বসালো পুরসভা

0
270

বালুরঘাটের বিজেপি মোড়ে মাদার টেরিজার মূর্তি বসালো পুরসভা। উস্কে উঠল এলাকার নাম পরিবর্তনের জল্পনা, তৃণমূল কে কটাক্ষ বিজেপির।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ জানুয়ারী ——- বিজেপি মোড়ের নাম পরিবর্তনে মাদার টেরিজার মূর্তি বসলো বালুরঘাটে। বুধবার দুপুরে শহরের ৮ নম্বর ওয়ার্ডে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত মূর্তিটির আনুষ্ঠানিক উন্মোচন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। একইসাথে ফলক উন্মোচন ও মাদার টেরিজার গলায় ফুলের মালা পড়িয়ে শ্রদ্ধাও জানানো হয় পুরসভার তরফে। যেখানে চেয়ারম্যান অশোক মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার প্রায় সকল কাউন্সিলররাই। এদিন দুপুরে যে মূর্তি উন্মোচনের মধ্য দিয়েই উস্কে উঠেছে বিজেপি মোড়ের নাম পরিবর্তনের জল্পনা। যা নিয়ে তৃণমূল পরিচালিত পুরসভাকে কটাক্ষ করতে পিছপাও হয়নি বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি, বিজেপি ভূত তাড়া করে বেড়াচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভাকে। আর যে কারনেই এমনটা করছেন তারা। প্রসঙ্গত, বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের তিনকোনা মোড়টি বরাবরই বিজেপি মোড় হিসাবেই চিহ্নিত হয়ে আসছে এই শহরে। পূর্ত দপ্তরের উদ্যোগে নতুনভাবে রাস্তা তৈরির পর তিনকোনা মোড়টিতে একটি মূর্তি বসাবার উদ্যোগ নেয় বালুরঘাট পুরসভা। যে হিসেবেই এদিন একটি পুর্নাঙ্গ মাদার টেরিজার মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করে পৌরসভা কর্তৃপক্ষ। যার পরেই ওই মোড়ের নাম পরিবর্তন নিয়ে উস্কে ওঠে জল্পনা। যা নিয়েই পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের দাবি মানুষ চেয়েছে বলেই সেখানে মূর্তি বসেছে, আর মানুষ চাইলেই ওই মোড়ের নামও পরিবর্তন হতে পারে।

জেলা বিজেপি নেতা বাপি সরকার বলেন, মাদার টেরিজাকে তারা শ্রদ্ধা করেন। যার মূর্তি বসানোর উদ্যোগকে তারা স্বাদুবাদ জানান। তবে তার নামে বিজেপি মোড়ের নাম বদলানোর যে ভাবনা তা অত্যন্ত ঘৃণ্য। আসলে তৃণমূল নেতাদের ও তৃণমূল পরিচালিত পুরসভা কে বিজেপি ভূত তাড়া করে বেড়াচ্ছে বলেই এধরণের ভাবনা।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র অবশ্য জানিয়েছেন, শহরের মানুষের দাবি মতই এই মোড়ে বসানো হয়েছে মাদার টেরিজার মূর্তি। মানুষের দ্বারাই সৃষ্ট হয় যে কোন জায়গার নাম। তারা নাম বদলানোর কেউ নয়। মানুষ যদি চায় তবে এই মোড়ের নামও বদলে যেতে পারে। বিজেপি নেতৃত্বদের কাজ শুধুমাত্র বিরোধিতা করা। নিজেরা উন্নয়ন করতে পারে না বলে সব সময় উন্নয়নের বিরোধীয় তারা সামিল হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here