দেশ জুড়ে বুধবার পরমারাধ্যা সারদা মাতা ১৭১ তম জম্মতিথি পালন করা হচ্ছে।কালিয়াগঞ্জের রামকৃষ্ণ সরনীতে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে পরমারাধ্যা সারদা মাতা ১৭১ তম জম্মতিথি পালন করা হয় নানান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী সহ অন্যান্যরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর দেশ জুড়ে বুধবার পরমারাধ্যা সারদা মাতা ১৭১ তম জম্মতিথি পালন করা হচ্ছে