বংশীহার থানার পাথরঘাটা হাইস্কুলের ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার হওয়ার ঘটনায় হইচই এলাকায় , প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলো ছাত্র ,পাঠানো হলো আদালতে-তদন্তে পুলিশ গঙ্গারামপুর ৩ জানুয়ারী দক্ষিণ দিনাজপুর স্কুল ছাত্রের ব্যাগ থেকে পিস্তল ও কার্তুজ উদ্ধারকে ঘিরে তুমুল চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাথরঘাটা সুদর্শনপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় তুমুল হইচই। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত স্কুল ছাত্ররা দ্বারস্থ হয় স্কুলের প্রধান শিক্ষকের। এরপরেই প্রধান শিক্ষকের ততপরতায় স্কুলে পৌছে ওই স্কুল ছাত্রের ব্যাগ থেকে পিস্তল টি উদ্ধার করে বংশীহারি থানার পুলিশ। গ্রেফতার করা হয় ছাত্রটিকেও। পুলিশ জানিয়েছে ওই ছাত্রের বাড়ি বংশীহারি থানার পাথরঘাটা এলাকায়। ক্লাস নাইনের ছাত্রের ব্যাগ থেকে কিভাবে ওই বন্দুক এবং কার্তুজ এলো তা নিয়েই তদন্তে নেমেছে বংশীহারি থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষকের তরফে করা অভিযোগের ভিত্তিতে এদিন ওই ছাত্রকে সুনির্দিষ্ট ২৫ ও ২৮ ধারায় মামলা রজু করে জেলা জুভেনাইল আদালতে তোলা হয়েছে। এবিষয়ে স্কুল চত্বরের এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন,বিষয়টা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ।প্রশাসন তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জানতে পারলাম। স্কুলের মধ্যে এমন ঘটনা সত্যিই খুবই খারাপ।প্রশাসন ব্যবস্থা নেবে সেই দাবি জানাই। বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ পাওয়ার পরে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে কিভাবে ওই ছাত্রের কাছে আসলো সেটা তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে । এমন ঘটনার রীতিমতো সরল পড়েছে এলাকাজুড়ে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বংশীহার থানার পাথরঘাটা হাইস্কুলের ছাত্রের ব্যাগ থেকে পিস্তল উদ্ধার হওয়ার ঘটনায় হইচই...