আলিপুরদুয়ারে জংশনে মাল্টিস্পেশালিটি হাসপাতালের জন্য রেলের জমি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা

0
338

আলিপুরদুয়ার :আলিপুরদুয়ারে জংশনে মাল্টিস্পেশালিটি হাসপাতালের জন্য রেলের জমি পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা।এদিন আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিত গৌতমের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন মন্ত্রী জন বারলা।এরপর ডি আর এম কে সঙ্গে নিয়ে প্রস্তাবিত সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি পরিদর্শনে বের হন।যেখানে রেলের জমি তিনি দেখলেন সেখানে অনেক জমি দখল হয়ে বসতি স্থাপন হয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রী জন বারলা বলেন ২০০ কোটি টাকা ব্যায়ে এই হাসপাতাল হবে।ভোটের আগে নয়।এটা আগেই পরিকল্পনা করা হয়েছিল।রাজ্য সরকার জমি দিলে অন্য জায়গায় হোত।ভোটের মুখে সুপার স্পেশালিটি হাসপাতালের জমি খুঁজেছেন প্রতিমন্ত্রী জন বারলা।স্বাভাবিক ভাবেই এ নিয়ে প্রশ্ন উঠছে।এটিকে কটাক্ষ করেছে শাসক দল তৃনমূল কংগ্রেস।তৃনমূলের সাধারন সম্পাদক ভাস্কর মজুমদার প্রশ্ন তুলেছেন,এটা ভোটের মুখে জুমলা করছেন।তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কিছুই করতে পারেন নি।যখন ভোটের মুখে নিজেদের অন্তর্দলীয় প্রশ্নে জর্জরিত তখন তিনি হাসপাতাল করার কথা বলছেন।তিনি প্রশ্ন তোলেন,তিনি একটি চাবাগান দত্তক নিয়েছিলেন।সেখানে তিনি কিছু করতে পেরেছেন?
স্বাভাবিক ভাবেই ভোটের মুখে হাসপাতাল নিয়ে প্রশ্ন উঠছে ওয়াকিমহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here