জঙ্গলে জ্বালানি সংগ্ৰহ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে জখম দুজন মহিলা

0
231

জঙ্গলে জ্বালানি সংগ্ৰহ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে জখম দুজন মহিলা । গতকাল চিলাপাতা আন্দুবস্তির বাসিন্দা সুতি রাভা ও টুনি রাভা তাঁরা চিলাপাতা জঙ্গলে বাড়ির পাশে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায় সেই সময় আচমকা একটি হাতি সামনে চলে আসে এবং হামলা চালায় তাঁরা চিৎকার শুরু করে গ্রামবাসীরা চিৎকার শুনে তৎপরতার সাথে ছুটে যায় এবং উদ্ধার করে নিয়ে আসে পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দুজনকে নিয়ে যায় সেখানে তারা চিকিৎসাধীন ছিল ।তাদের পায়ে চোট লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here