তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল। শুক্রবার সকালে তুফানগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু হয়। এরপরেই শহরের একটি ভবনে সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানকে সামনে রেখে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা সহ বিভিন্ন মহকুমা বিষয়ে সমিতির কর্মকর্তারা এবং তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । তুফানগঞ্জ মহকুমার ব্যবসায়ী সমিতির সূত্র জানা গেছে, গত ২০২২ সালের ২৩ শে ডিসেম্বর শুরু হয় তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে এক বছরব্যাপী নানা অনুষ্ঠানের। এদিন ২০২৩ সালের ২২শে ডিসেম্বর আর এই দিনে এসেই ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল। জানা গেছে আগামীকাল অর্থাৎ ২৩ শে ডিসেম্বর জি বাংলা স্টার জলসা খ্যাত সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তুফানগঞ্জ মহকুমা ব্যবসায়ী সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল