পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে ৫০০ মুরগী বিতরণ করা হয় বংশীহারী পঞ্চায়েত এলাকায়

0
338

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে ৫০০ মুরগী বিতরণ করা হয় বংশীহারী পঞ্চায়েত এলাকায়।

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে বংশীহারী পঞ্চায়েত এলাকায় ৫০০ টি মুরগির ছানা বিলি করা হলো। বৃহস্পতিবার দুপুরে বংশীহারী ব্লকের প্রাণিসম্পদ বিকাশ বিভাগে করা হয় এই অনুষ্ঠান। এদিন বংশীহারী ব্লকের মাহাবাড়ি, গাংগুরিয়া, এলাহাবাদ ও ব্রজ বল্লভপুর অঞ্চলের বেনি ফিসারিদের দশটি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। এই মুরগিগুলিকে ডিম উৎপাদনকারী মুরগী হিসেবে বলা হয়। এই মুরগিগুলি প্রতিবছর ৩০০ টি করে ডিম দেয় বলে জানিয়েছেন আধিকারিকরা। বহু দূর-দূরান্ত থেকে প্রচুর মহিলারা বুনিয়াদপুর বিডিও অফিসের পেছনে প্রাণী সম্পদ বিকাশ বিভাগে উপস্থিত হয়। প্রাণী সম্পদ বিকাশ বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু দূর-দূরান্ত থেকে আসা মহিলারা।এদিন এই মুরগী বিলি কর্মসূচিতে উপস্থিত ছিল বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বাউল, উপস্থিত ছিল বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বংশীহারী ব্লকের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের আধিকারিক সহ বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা ।

এই বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন বংশীহারী পঞ্চায়েত এলাকার ৫০০টি ডিম উৎপাদনকারী মুরগির বাচ্চা বিতরণ করা হলো। এক একটি বেনি ফিসারি দশটি করে মুরগি পাবে। এই মুরগির বাচ্চা গুলি সঠিকভাবে মানুষ করতে পারলে বছরে তিনশটি করে ডিম দেবে। এতে বেনি ফিসারিরা উপকৃত হবে বলে আশা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here