আলিপুরদুয়ার। হাতির দলের রোষ গিয়ে পড়ল একটি ঘরের উপরে । বুনো হাতির আক্রমণে আহত একটি পরিবারের চারজন এদের মধ্যে দুজন শিশু।
গতকাল গভীর রাতে বুনো হাতির দল প্রবেশ করে কালচিনির বুকিনবাড়ি চা বাগানে হাতির দল এলাকার বাসিন্দারা বিকান মাঝি বাড়িতে প্রবেশ করে । হাতির দলের মধ্যে কয়েকটি হাতি বিকাষ মাঝির সুপারি বাগান ক্ষয়ক্ষতি করতে থাকে আরেকটি দল বিকাষ মাঝি ঘরে হানা দেয় এবং ঘর ভাঙ্গতে শুরু করে। ঐ সময় বিকাষ মাঝি ও তার স্ত্রী ঊষা মাঝি হাতি এসেছে বুঝতে পেরে তাদের দুই সন্তানকে নিয়ে ঘরে ছেড়ে পলায়নের চেষ্টা করে কিন্ত চারিদিক থেকে হাতির দল ঘিরে রাখায় তারা পলায়ন।করতে পারেনি । অবশেষে তার ঘরের খাটের নিচে লুকিয়ে পড়ে হাতির দল ঘর ভাঙ্গার পর খাট ও ভাঙ্গতে চেষ্টা করে ঐ সময় সন্তানদের রক্ষা করতে গিয়ে উষা মাহালি ও বিকাষ মাহালি আহত হয় । পরবর্তীতে হাতির দল চলে যায় ।
এই ঘটনায় বিকাষ ও তার স্ত্রী ঊষা এবং তাদের দুই সন্তান আহত হয় । স্থানীয়রা তাদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে ঊষা মারাত্মক ভাবে জখম হয় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
বাইটঃ বিকাষ মাঝি আহত