মাছ ধরার জন্য পুকুরে সেচ, উঠে এলো রেশন কার্ড!
মালদা: গ্রাম পঞ্চায়েত ভবন সংলগ্ন পুকুরে মাছ ধরার জন্য জলের সেচ দেওয়া হচ্ছিল। পুকুরের আশেপাশের জঞ্জাল পরিষ্কার করতেই চক্ষু চরক গাছ পুকুর মালিকের। পুকুরের জল কিছুটা শুকাতেই উদ্ধার হল রেশন কার্ড। জানিয়ে রীতিমতো তোলপাড় মালদার মানিকচক ব্লকের মানিকচক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকা। সোমবার ওই পুকুরের মালিক জল তোলার মেশিন বসিয়ে সেচ দিচ্ছিলেন। কিছুটা জল শুকাতেই পুকুর মালিকের নজরে আসে শক্ত কিছু কার্ডের মতো জিনিস। পুকুরের জঞ্জাল পরিষ্কার করতে বেরিয়ে আসে গুচ্ছ গুচ্ছ রেশন কার্ড। পুকুর থেকে উদ্ধার হয় প্রায় দেড়শড়ো বেশি রেশন কার্ড জানিয়ে রীতিমতো তোলপাড় গোটা এলাকা। খবর দেওয়া হয় প্রশাসনিক কর্তাদের। ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন তাঁরা সেগুলি যাচাই করে দেখেন। প্রশাসনিক কর্তাদের বক্তব্য উদ্ধার হওয়া রেশন কার্ড গুলির অধিকাংশই পুরোন। ২০১৫, ২০১৬ সালের এই রেশন কার্ডগুলি। বর্তমানে এ রেশন কার্ডগুলি আর কাজ করে না বলে দাবি। যদিও পুকুর থেকে রেশন কার্ড উদ্ধারের বিষয়টা নিয়ে ইতিমধ্যে তোলপাড় মানিকচক।
মানিকচকে জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড। তাও আবার মানিকচক গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি সামনে আসতেই সরগোল পড়েছে এলাকায়।