জলপাইগুড়ি:-
তৃনমুল শিক্ষক নেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য । জলপাইগুড়ি শহরের সুহৃদ লেনের ঘটনা। মৃত ব্যক্তির নাম গুঞ্জন সরকার(৪৭)।
ওই শিক্ষক কোচবিহার জেলার জামালদহ জুনিয়র বেসিক স্কুলে কর্মরত ছিলেন। স্ত্রী এবং কন্যাকে নিয়ে জলপাইগুড়ি শহরের সুহৃদ লেনের একটি আবাসনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। পরিবারের তরফে দাবি করা হয়েছে, এদিন সকালে স্থানীয় কয়েকজন এসে পরিবারকে জানান, সংজ্ঞাহীন এবং রক্তাক্ত অবস্থায় গুঞ্জনবাবু আবাসন সংলগ্ন রাস্তায় পড়ে রয়েছেন। এরপর পরিবারের লোকজন দ্রুত তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের আওতাধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ তৈরী হয় শিক্ষকের ঘনিষ্ঠ মহলে। তৃণমূল শিক্ষক সংগঠনের সক্রিয় নেতা বলেই পরিচিতি গুঞ্জন সরকার। কোচবিহারের তৃণমূল নেতা তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তার অকাল প্রয়াণে পার্থপ্রতিম রায় শোকপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্টও করেন।
তবে শিক্ষকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তার মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি ভাই সঞ্জয় সরকারের। নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যা, নাকি ষড়যন্ত্র তা নিয়েই রহস্য তৈরী হয়েছে। তবে সন্দেহ প্রকাশ করলেও এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। যদিও কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনা খতিয়ে দেখছে। দেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তার রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পস্ট হবে বলে দাবি পুলিশ সূত্রে।
অন্যদিকে এই ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে অভিযোগ তুলেছেন শিক্ষকের দাদা সঞ্জয় সরকার। তার অভিযোগ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে জেলা হাসপাতালের মর্গে দেহ নিয়ে আসার জন্য হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে সরকারি অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি। তার দাবি হাসপাতালের তরফে জানানো হয়েছে,মৃতদেহ মর্গে নিয়ে যাওয়ার জন্য সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা নেই। তা নিতে গেলে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এর এমএসভিপির কাছে লিখিত আবেদন করতে হবে, তবেই মিলবে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা। এরপর মাত্র ৩কিলোমিটার দুরত্বের জন্য ৬০০টাকা ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্সে দেহ মর্গে নিয়ে আসেন সঞ্জয়বাবু। তার প্রশ্ন, তার সামর্থ্য আছে তাই সম্ভব হল, যাদের আর্থিক সঙ্গতি নেই তারা কি করবেন?
ভিস বাইট👇