প্লাস্টিক দূষণ থেকে মুক্তি, একই সঙ্গে রোজগার! পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরিই এখন স্বনির্ভরতার হাতিয়ার
দিন প্রতিদিন প্লাস্টিক ব্যবহারের ফলে বাড়ছে পরিবেশ দূষণ। এই অবস্থায় প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করে পাটের ব্যাগ তৈরি করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই পাটের ব্যাগ বানিয়ে এখন স্বনির্ভর হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দল।শেরগ্রাম নেতাজি এলাকার মহিলা দলের অন্যতম সদস্যা কৃষ্ণা দেবশর্মা জানান, জেলা শিল্প কেন্দ্র থেকে তারা এই পাটের ব্যাগ তৈরির প্রশিক্ষণ নিয়েছিলেন। জানা যায় এই পাটের ব্যাগ তৈরির ক্ষেত্রে পাটের তৈরি চট ব্যবহার করা হয়। কারণ পাট দিয়ে সরাসরি ব্যাগ তৈরি করা যায় না। তার জন্য ভাল মানের পাটের চট কিনতে হবে বা পাট কিনে মেশিনে বুনে নিতে হবে। এরপর যত সাইজের ব্যাগ তৈরি করা হবে সে অনুযায়ী মাপ মতো কেটে নিতে হবে।মহিলারা জানান তারা পাটের তৈরি জলের ব্যাগ, লেডিস ব্যাগ,অফিস ব্যাগ শান্তিনিকেতন ব্যাগ,এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন। উল্লেখ্য বর্তমানে দেশ ও বিশ্বের বাজারে পাটের চাহিদা রয়েছে। পাটের তৈরি বিভিন্ন ডিজাইনের ব্যাগের প্রতি মানুষের ঝোঁক বাড়ছে। সংসারের কাজ সামলে স্বল্প কিছু টাকা খরচ করে তাই এই পাটের ব্যাগ তৈরি করার ব্যবসায় নেমেছেন গ্রামের বহু মহিলারা।