জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার 22 ছাত্র ছাত্রীরা

0
325

অল ইন্ডিয়া সেইন কাই সিতেরো ক্যারাটে ডু একাডেমির আয়োজনে বিশাখাপত্তনম ভাইজাগের জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় ক্যারাটে প্রশিক্ষক রঘু বাবুর মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার 22 জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করার সুযোগ পেল,খুশি হয়েছেন সকলেই

গঙ্গারামপুর 15 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার 22 ছাত্র ছাত্রীরা।দুই জেলার ছাত্র ছাত্রীরা জাতীয়স্তরের প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ পেয়ে জোর কদমে চালিয়ে যাচ্ছে ক্যারাটে চর্চা। আগামী 23 ও 24 ডিসেম্বর বিশাখাপত্তনমের ভাইজাকে সেয়ান রঘুবাবুর কাছে প্রশিক্ষণ নেওয়া 22 জন ছাত্র-ছাত্রীরা জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে এমন খুশির খুশির খবর ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে শোরগোল পড়েছে।
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও ক্যারাটের মতো শরীরচর্চা প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেকেই।গঙ্গারামপুরের ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথ পাল বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার বহু ছাত্র-ছাত্রীদের ক্যারাটে শিখিয়ে আসছেন। শুধু জেলায় নয় জেলার বাইরেও ক্যারাটে শিখিয়ে থাকেন এই নামকরা ক্যারাটে প্রশিক্ষক। রঘু সেইনকাই সিতারো ক্যারাটে ডু একাডেমি উল্লেখযোগ্য ক্যারাটে প্রশিক্ষণ রঘুনাথ পালের কাছে ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে বহু ছাত্রছাত্রীরা জেলাস্তর থেকে রাজ্যস্তর , রাজ্যস্তর থেকে শুরু করে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়লাভ করে সিলভার থেকে শুরু করে গোল্ড কয়েন পর্যন্ত পেয়েছে রঘুবাবুর কাছে প্রশিক্ষণ নেওয়া ক্যারাটে ছাত্রছাত্রীরা।আগামী 23- 24 ডিসেম্বর অল ইন্ডিয়া সেইনকায় সিতারো ক্যারেটে ডু একাডেমি তরফে আয়োজিত জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে বিশাখাপত্তনমের ভাইজাকে।সেখানে দেশের বিভিন্ন রাজ্য থেকে ক্যারাটে 23 ও 24 তারিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে তার কাছে প্রশিক্ষণ নেওয়া দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ২২জন ছাত্র ছাত্রী। আর এই জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় মালদা ও দক্ষিণ দিনাজপুরের মোট 22 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে চলেছে বলে এমন খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে জেলাজুড়ে। জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা অংশগ্রহণ করার সুযোগ পেয়ে ছাত্র-ছাত্রী ছেলে মেয়েরা জোর কদমে চালিয়ে যাচ্ছেন ক্যারাটে চর্চা । যদি বল সেই দৃশ্য দেখা গেল গঙ্গারামপুরে।জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় জেলার ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে বলে ঘোষনা হওয়ায় খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে।
দক্ষিণ দিনাজপুর জেলার ক্যারাটে সংগঠনের সভাপতি সুরজিৎ ঘোষ জনিয়েছেন, এমন ক্যারাটে প্রশিক্ষণ এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। আশা করছি রঘুবাবু প্রশিক্ষণ এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা অনেক পুরস্কার নিয়ে আসবে বিশাখাপত্তনমের ভাইজাগ থেকে।
ক্যারাটে প্রশিক্ষক সেয়ান রঘুনাথ পাল জানিয়েছেন, ছাত্র-ছাত্রীরা আত্মনির্ভর হোক।সেইসঙ্গে তাদের শরীরচর্চা হোক সেই জন্য তাদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করছি ২২ জন ক্যারাটে ছাত্র-ছাত্রীরা সাফল্য অর্জন করবে।এদিন সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হল।
এক ছাত্রের অভিভাবক জানিয়েছেন, আমরা রঘুবাবুর প্রশিক্ষণে খুবই সন্তুষ্ট। তার মাধ্যমে আমাদের ঘরের ছেলেমেয়েরা ভালো জায়গায় পৌঁছাবে। ভাইজাগ থেকে পুরস্কার আনবে তারা বলে আমরা আশাবাদী।
রঘুবাবু প্রশিক্ষণে জেলা তথা মালদা উত্তর দিনাজপুর সাড়া ফেলেছে ছাত্রছাত্রীদের মধ্যে এমন প্রশিক্ষণের মধ্যে দিয়ে। রাঘুবাবুর এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here