শীত, গ্রীষ্ম ,বর্ষা সব ঋতুতেই ভরসা রায়গঞ্জের মৌসুমির নকশা আঁকা ছাতার

0
453

শীত, গ্রীষ্ম ,বর্ষা সব ঋতুতেই ভরসা রায়গঞ্জের মৌসুমির নকশা আঁকা ছাতার। উল্লেখ্য, বিয়ে বাড়ির তত্ত্ব হোক কিংবা প্রি-ওয়েডিং শ্যুট সবেতেই এখন বাজিমাত করছে নকশা আঁকা ছাতা। অগ্রহায়ন মাস মানেই বিয়ের মরশুম। আর বিয়ে মানেই চারিদিক সাজ সজ্জা।

বিয়ে বাড়ি গুলিতে দিন প্রতিদিন বাড়ছে নিত্যনতুন ডেকরেশনের ভাবনা। বিয়ের তত্ত্ব হোক কিংবা প্রি-ওয়েডিং শ্যুট সবেতেই থাকে এখন একটু আলাদা রকম চিন্তাভাবনা। তাই এই শীতকালে বিয়েবাড়ি হোক কিংবা পিকনিক স্পট চাহিদা বাড়ছে ডিজাইনার ছাতার।ডিজাইনার পোশাকের সঙ্গে ম্যাচিং ছাতা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। হ্যান্ড প্রিন্ট বা নানান সুতোর কাজের নকশা আঁকা ছাতা কিংবা ফুল দিয়ে ডেকোরেটেড ছাতার চাহিদা বাড়ছে বিয়ে বাড়ি গুলোতে। আর এই ধরনের নকশা আঁকা বিভিন্ন ডিজাইনার ছাতা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা মৌসুমী দাঁ । শীতকালে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মেলাতে মেলাতে এখন জনপ্রিয় হয়ে উঠেছে মৌসুমীর হাতের তৈরি কাঁথা স্টিচের বিভিন্ন ধরনের ডিজাইনার ছাতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here