গঙ্গারামপুর,১৩ ডিসেম্বর : ইলেকট্রিক শকে ঝলসে গেল এক যুবককের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়িতে। আহত যুবককের নাম জামশেদ আলি (৩৩)। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার নারই স্কুল পাড়ার যুবক জামশেদ আলি। পেশায় তিনি কেবল মিস্ত্রি। এদিন ফুলবাড়ি উদয় গ্রাম পঞ্চায়েতের সামনে কেবল লাইনের কাজ করছিলেন। সে সময় আচমকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঝলছে যায় তাঁর দেহ। বিষয়টি স্থানীয় মানুষজনের নজরে আসতে তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।























