রাস্তার ধারে সরকারি গাছ কাটতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল এক চোরাকারবারী

0
498

গঙ্গারামপুর,১২ ডিসেম্বর : রাস্তার ধারে সরকারি গাছ কাটতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হল এক চোরাকারবারী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রাইফেল মুর্মু (৪৩)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার শিবকৃষ্ণ পুর গ্রামে।ধৃতকে এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।
গতকাল দিন দুপুরে ধৃত রাইফেল দলবল নিয়ে অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারের গাছ কেটে পাচারের চেষ্টা করছিল অভিযোগ। সেসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য। রাস্তার ধারে সরকারি গাছ কাটার বিষয়টি নজরে আসতে বিষয়টি জিঞ্জেস করেন কেন গাছ কাটা হচ্ছে। নিয়ে শুরু হয় তর্ক বির্তক। আশপাশ এলাকার লোকজন ছুটে এসে গাছ কাটা রুখে দেয় । খবর দেওয়া হয় পুলিশে। খবর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে ধৃতকে আটক করে। সে সময় ধৃতের কাছ থেকে একটি আগ্নোয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আগ্নোয়াস্ত্র উদ্ধার হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here