বালুরঘাটে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান নিয়ে বালুছায়া সভাগৃহে জমকালো অনুষ্ঠানের আয়োজন

0
301

বালুরঘাটে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান নিয়ে বালুছায়া সভাগৃহে জমকালো অনুষ্ঠানের আয়োজন। ঘোষণা সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদানের কর্মসূচিও।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ ডিসেম্বর ——–– কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রদানে জমকালো অনুষ্ঠানের আয়োজন বালুরঘাটে। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবন চত্বরে থাকা বালুছায়া সভাগৃহে শতাধিক কৃষকের উপস্থিতিতে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর হাত দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা প্রদানের পর এদিন বালুছায়া সভাগৃহে আয়োজিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পর্যায়ের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ২ লক্ষ ৮৬ হাজার কৃষক বন্ধুদের প্রায় ৮০ কোটি টাকার সুবিধা প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পে ৩০ জন সুবিধাভোগীকে এদিন প্রায় ৭৪ লক্ষ টাকা সুবিধা তুলে দেওয়া হয়েছে। একইসাথে এদিন থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদানের কর্মসূচিও শুরু করার কথা ঘোষণা করা হয়েছে।

জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষকদের হাতে যাবতীয় পরিষেবা তুলে দিতেই এদিন এই অনুষ্ঠানের আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here