বালুরঘাটে পুরসভার অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির

0
270

বালুরঘাটে পুরসভার অব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির। আট দফা দাবিতে চেয়ারম্যানকে ডেপুটেশন শহর মন্ডল নেতৃত্বদের।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:—– প্রোমোটারি রাজ সহ পৌরসভার একাধিক অব্যবস্থার চিত্র সামনে এনে বিক্ষোভ বিজেপির। মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার সামনে প্রায় আট দফা দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বালুরঘাট শহর মন্ডল বিজেপি নেতৃত্বরা। মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্তের নেতৃত্বেই চলে ওই বিক্ষোভ কর্মসূচি।
বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বালুরঘাট মোটর কালী মন্দির নির্মাণের নামে যে প্রোমোটারি রাজ চলছে তা বন্ধ করতে হবে। একইসাথে বালুরঘাট খিদিরপুর শ্মশানে প্রায় ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বৈদ্যুতিক চুল্লি, যা অবিলম্বে মেরামতির ব্যবস্থা করতে হবে। তাছাড়াও শহরের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তুপ সহ প্রায় আট দফা দাবি নিয়ে এদিন একটি ডেপুটেশনও প্রদান করা হয় পৌরসভার চেয়ারম্যানকে।

বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, শহরজুড়ে এক চরম অব্যবস্থা তৈরি করেছে এই পুরসভা। যার প্রতিবাদেই এদিন আট দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে চেয়ারম্যান কে।

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, বিজেপির কাজই বিরোধিতা করা। পুরসভা যে উন্নয়নের মাধ্যমে শহরকে সাজাবার কাজে নেমেছে তা থেকে মুখ ঘোরাতেই এসব কাজে নেমেছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here